দেশ-বিদেশ ঘোরা আপনার নেশা? আর সুযোগ পেলে মহাকাশ? যাবেন তো? সেই ব্যবস্থা করছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আর মাত্র বছর সাতেকের অপেক্ষা...ছুটি নিয়ে চাইলেই ঘুরে আসতে পারবেন মহাকাশ। ট্যাঁক থেকে খসবে আনুমানিক ৬ কোটি টাকা। এরকমই টিকিটের দাম ধার্য করার পরিকল্পনা ইসরোর। দাম ঠিক করা হয়েছে বিশ্বমানের ব্যবসার কথা ভেবেই।
কতটা উঁচুতে ঠিক উড়িয়ে নিয়ে যাওয়া হবে এই স্পেস ট্যুরিজমে? অনুমান করা হচ্ছে যে, পর্যটক বোঝাই রকেট সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার ৪০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়া হবে।