রূপকথার পাতা থেকেই উঠে এসেছেন এ যুগের রাপুনজেল(Rapunzel)। মনে পড়ে, উঁচু ক্যাসেলের জানলা থেকে চুল এলিয়ে দিত রাপুনজেল, আর মইএর বদলে তা বেয়েই অনায়াসে উঠে আসত রাজকুমার। অবিকল যেন সেই ঘটনা।
তবে রাপুনজেলের বয়স বেড়েছে! ষাট বছরের রাপুনজেল এই আশা ম্যান্ডেলা (Asha Mandela)। সাড়ে ১৯ ফুট লম্বা চুলের জন্য বিশ্বরেকর্ড (Guiness Book of World Record) করে ফেলেছেন ফ্লোরিডার আশা।
Artificial Intelligence: বৃদ্ধার শোকসভায় এসে হতবাক পরিজনরা, দিব্যি খোশ গল্প করছেন মৃতা
বাস্তবে, আশারও একজন রাজকুমার আছেন। ইম্যানুয়েল পেশায় হেয়ার ড্রেসার। অনলাইনেই প্রথম তাঁর রাজকুমারীকে দেখেছিলেন। অমন ভুবন ভোলানো কেশবতী! মন না দিয়ে পারেননি ইম্যানুয়েল। এখন সেই চুলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁরই। স্ত্রীকে তো সামলাচ্ছেনই, সঙ্গে সামলাচ্ছেন তাঁর ৫ টন ওজনের চুল। একবার ভেজালে শুকোতে সময় লাগে পাক্কা আড়াই দিন।