হাঁ করলে হাওড়া! এই কথা জানি আমরা। কিন্তু, হাঁ করতেই একটা গোটা কোকাকোলার ক্যান! হ্যাঁ, এমনটাই সম্প্রতি ঘটাল আমেরিকার এক টিনএজার।
দুই ঠোঁটের মধ্যের ব্যবধান ৪ ইঞ্চিরও বেশি! তাঁর মত হাঁ আর কেউ করতে পারেন না! এ যেন রূপকথার চরিত্রদেরও হার মানিয়ে দেয়! মার্কিন যুক্তরাষ্ট্রের টিনএজার আইজ্যাক জনসন এই কারণেই নাম তুলে ফেললেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে! বস্তুত, নতুন বিশ্বরেকর্ডও তৈরি করলেন তিনি!
এর আগে, ২০১৯ সালে ৩.৬৭ ইঞ্চি মাপের হাঁ নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন আইজ্যাক। তারপর পেনসিলভিনিয়ার ফিলিপ আঙ্গুস তাঁর সেই রেকর্ড ভেঙে দেন। ফের নিজের রেকর্ড পুনরুদ্ধার করলেন আইজ্যাক।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁর সেই বিশাল হাঁ-এর ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়তে! অজস্র সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বিস্ময়ে হাঁ হয়েও গিয়েছেন! যদিও, তাঁদের সেই হাঁ আইজ্যাকের ধারেকাছেও নয়! ম্যাকডোনাল্ডসের চারটে চিজবার্গার, কোকাকোলার গোটা একটা ক্যান সবই দিব্যি সেঁধিয়ে যায় ওই ভয়াল হাঁ-এর ভিতর!