প্রথমবার বিমানবন্দরে(Airport Viral Video) এসে অনেকেই ঘাবড়ে যান। অনেকেই বোঝার ভুলে অল্পবিস্তর 'অস্বাভাবিক' কাণ্ড ঘটান। কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে হাসি থামছেই না নেটাগরিকদের। তাংসু ইয়েগেন(Tangsu Yegen Twitter) নামে এক ব্যক্তি এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন। যার ক্য়াপশনে লেখা রয়েছে প্রথমবার বিমানবন্দরে এসেছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ব্যাগ হাতে হেঁটে হেঁটে ঢুকছেন এয়ারপোর্টে। তিনি পৌঁছে গিয়েছেন ‘লাগেজ স্ক্যানার'-এর কাছে। এরপরেই এক আশ্চর্য কাণ্ড করে বসেন ওই ব্যক্তি। ব্যাগ সমেত তিনি নিজেই লাগেজ স্ক্যানারে ঢুকে পড়েন। গোটা ঘটনা ধরা পড়ে বিমানবন্দরে(Viral Video) থাকা সিসিটিভি ক্যামেরায়। এরপরেই ঝড়ের গতিতে শেয়ার হয় ভিডিওটি। ইতিমধ্য়েই ভিডিওটিতে ১.২ লক্ষ লাইক পড়েছে। ১৫ হাজারের বেশি রিটুইট করা হয়েছে ভিডিওটি।
আরও পড়ুন- Gold Price Today: ফের বাড়ল সোনার দাম, আসন্ন বিয়ের মরশুমে রক্তচাপ বাড়ছে সাধারণ ক্রেতাদের
বিমানবন্দরের(Airport Viral Video) ওই স্ক্যানার মেশিনে যাত্রীরা নিজেদের ব্যাগপত্র ঢুকিয়ে দিয়ে স্ক্যান হয়ে আসার অপেক্ষা করেন। আর ব্যাগ স্ক্যান হয়ে কাউন্টারে ফিরে এলে যাত্রীরা সেটি নিয়ে নেন। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে উল্টো কাণ্ড. কেউ বলেছেন, ‘দেখে মন ভাল হয়ে গেল।’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘প্রথমবার এসে ঘাবড়ে গিয়েছেন।’