শনিবার সূর্যের উদ্দেশে রওনা দিয়েছে আদিত্য এল ১। সফল উৎক্ষেপনের পর রবিবার কক্ষপথ পরিবর্তন করল ওই সৌরযান। রবিবার বেলা পৌনে ১২ টা নাগাদ ইসরোর তরফে একটি টুইট করা হয়। সেখানেই কক্ষপথ পরিবর্তনের বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। এদিকে আজ ইসরোর তরফে সান-ডে ঘোষণা করা হয়েছে।
ইসরোর তরফে জানানো হয়েছে, আদিত্য এল ১-এর উৎক্ষেপনের পর থেকে সবকিছু সঠিকভাবে চলছে। তবে পৃথিবীর টান কাটাতে এখনও তাকে ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পাড়ি দিতে হবে। এরপর ৫ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো কক্ষপথ পরিবর্তন করবে সেটি।
Read More- আদিত্য এল ১ -এর উৎক্ষেপণ সফল, সূর্যের উদ্দেশে পাড়ি দিল ইসরোর এই রকেট
সূর্যের কাছাকাছি পৌঁছনোর ক্ষেত্রে মোট ৫টি কক্ষপথ পরিবর্তন করতে হবে আদিত্যকে। এবং প্রতিটি ধাপেই অল্প অল্প করে তার গতিবেগ বৃদ্ধি পাবে। আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্য়ে পৃথিবীর মাধ্য়াকর্ষণ শক্তি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে ওই সৌরযান।