বাংলাদেশেও জামাইষষ্ঠীর উদযাপন। আর এই বিশেষ দিনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন কেকেআরের হয়ে সদ্য আইপিএল খেলে যাওয়া বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। নীল পাঞ্জাবির সঙ্গে জিনস। আর সামনে শুধুই নানা পদ। জামাইষষ্ঠীর এই ছবিই বৃহস্পতিবার শেয়ার করেছেন লিটন। সেইসঙ্গে পোস্ট করেছেন এই কদিনে স্ত্রীর সঙ্গে নানা জায়গায় বেড়ানোর ছবি।
সম্প্রতি কলকাতা খেলতে এসেছিলেন লিটন। কিন্তু সুখকর হয়নি তাঁর আইপিএলের স্বপ্ন। অনেক কাঠখড় পুড়িয়ে ভারতে খেলতে এলেন হতাশ করেছিলেন কেকেআর সমর্থকদের। তাই নির্ধারিত সময়ের আগেই তাঁকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।