হাঁসফাঁস গরমে অতিষ্ঠ বঙ্গবাসী। এর মধ্যেই আরও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এবার হলুদ সতর্কতা জারি করা হল উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। শুক্রনবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের পারদ আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। যার জেরে প্রায় রোজই ৪২ ডিগ্রির উপরেই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এরই মধ্যে আশঙ্কা পাঁশকুড়াকে নিয়ে। আগামী ৪৮ ঘন্টায় এই অঞ্চলের তাপমাত্রা ছাপিয়ে যেতে পারে পানাগড়কে।
আর তীব্র তাপমাত্রা বাড়বে পশ্চিম মেদিনীপুরে। পানাগড়কেও ছাড়িয়ে যাবে পাঁশকুড়ার তাপমাত্রা। সঙ্গে থাকবে অস্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, পাঁশকুড়ার তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। পাঁশকুড়ার তাপমাত্রা উদ্বেগ বাড়ালেও, কার্যত একই পরিস্থিতি থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমেও।
আরও পড়ুন - আলুর বাজারদর আকাশছোঁয়া, কেন দাম বাড়ছে ? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা ?
শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রেকর্ড হারে তাপমাত্রা বাড়বে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে। এই সাত জেলায়ও জারি করা হয়েছে লাল সতর্কতা। গরম বাড়বে উত্তরেও। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।