ইলিশের ইমপ্যাক্টে সুইং করল জামাইষষ্ঠীর বাজার। বৃহস্পতিবার বঙ্গজীবনে হেঁশেলকে আরও গরম করে ইলিশের দাম উঠল প্রায় ২ হাজার টাকা। পাটনারশিপে রান তুলেছে গলদা এবং বাগদা চিংড়িও। উত্তরের বাজারে গলদা আড়াই হাজার টাকা। দক্ষিণের বাজারে বাগদা দেড় হাজার টাকা। নিজেদের সেরা স্ট্রাইক রেট এদিন উজার করে দিয়েছে খাসি ও মুরগি। খাসি সাড়ে আটশো। আর মুরগি ২৯০ টাকা। জামাইয়ের পাতে ফল দেওয়ার আগে ভাবতে হচ্ছে হিমসাগরের দাম নিয়েও। ছিল ষাট, এদিনের জন্য হয়েছে প্রায় দেড়শো টাকা। ঝড় তুলেছে লিচুও। স্ট্রাইক রেট কেজি প্রতি ১৪০।
জামাই বাবাজীবন কী নিরামিশ খেতে ভালবাসেন ? কারণ, তুলনামূলক ভাবে দেখা যাচ্ছে শাক-সবজি এবং আলু-পেঁয়াজের দাম খানিকটা আয়ত্তে। উত্তর কলকাতারা বাজার কমিটি তরফের জানানো হয়েছে, একমাত্র ফুলকপি ছাড়া বাকি সবজির দামে খুব একটা হেরফের হয়নি। তাদের তরফে জানানো হয়েছে, জামাইষষ্ঠীর জন্য দাম যে টুকু বেড়েছে। তবে, তা শুক্রবার থেকে ফের নিয়ন্ত্রণে চলে যাবে।
বছরকার এই দিনের জন্য সবাই অপেক্ষা করে থাকেন। মেয়ের মঙ্গল কামনায় তাই একটা দিন নয় একটু খরচই হল। সকালে থেকে মোড়ে মোড়ে মাংসের দোকানে তাই ময়দানে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের আগে টিকিট কাটার মতো লাইন। বাঙালি দাঁড়িয়ে চিরাচরিত থলি হাতে।