সপ্তম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে রাজ্যের একধিক এলাকা থেকে। দমদম কেন্দ্রের একটি বুথে সিপিএমের এক এজেন্টকে সকাল থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী। ডুকরে কেঁদে উঠে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই মহিলার। তাঁর দাবি, ১০ বছর ধরে এলাকায় ভোট দিতে পারেন না তাঁরা। ঘটনাটি ঘটেছে খড়দহ বিধানসভার মুড়াগাছা এলাকায়।
এই খবর পেয়েই ছুটে যান দমদমদের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। জেলা পরিষদের সদস্যা সোমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তাঁকে আশ্বস্ত করতে গিয়ে গলা ধরে আসে সুজন চক্রবর্তীরও।