আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করতে অনেকেই গড়িমসি করেন। কিন্তু সঠিক সময়ের মধ্য়ে আয়কর রিটার্ন জমা না দিলে নানা সমস্যা হতে পারে।
আয়কর বিশেষজ্ঞদের মতে, যদি কোনও ব্যক্তি নিজের বা কোম্পানির রিটার্ন ফাইল নির্দিষ্ট সময়ের মধ্যে না করেন, সেক্ষেত্রে আয়কর বিভাগের তরফে তাঁকে নোটিশ পাঠানো হতে পারে। সেই নোটিশে প্রশ্ন করা হতে পারে, কেন তিনি রিটার্ন জমা করেননি। যদি করদাতার উত্তরে আয়কর বিভাগ সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে জরিমানা করা হতে পারে। আয়কর আইনের সেকশন 234F-এর আওতায় ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে যদি কোনও ব্যক্তির বাৎসরিক আয় ৫ লাখ টাকার কম হয়, সেক্ষেত্রে তাঁর জরিমানা হবে ১ হাজার টাকা।
Kolkata News:কলকাতা স্টেশনের কাছে দিনের আলোয় গলায় ব্লেড ঠেকিয়ে ধর্ষণ
যদি শারীরিক অসুস্থতা বা পারিবারিক সমস্যা অথবা আর্থিক কারণে কোনও ব্যক্তি রিটার্ন ফাইল না করতে পারেন এবং পরে তিনি আয়কর বিভাগের তরফ থেকে নোটিশ পান, তবে কোনও আয়কর বিশেষজ্ঞের সাহায্য নিয়ে উপযুক্ত কারণ দেখিয়ে সেই নোটিশের উত্তর দেওয়া উচিত। যদি সেই উত্তরে আয়কর বিভাগ সন্তুষ্ট হয়, তবে জরিমানা নাও করা হতে পারে।