এবার এসএমএস মারফত ব্যালেন্স জানার পরিষেবা বন্ধ করতে চলেছে ইয়েস ব্যাঙ্ক(Yes Bank SMS Alert)। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে টাকা তোলা বা জমার পর আর এসএমএস মারফত ব্যালেন্স জানাবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ(Ys Bank stop SMS Alert)। পাশাপাশি, ইয়েস ব্যাঙ্ক(Yes Bank) সূত্রে খবর, ব্যাঙ্কের তরফে অন্যান্য ক্ষেত্রে এসএমএস অ্যালার্টের সুবিধা বাড়ানো হয়েছে। যার মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনীয় সমস্ত অ্যালার্ট নিজেদের মোবাইলে পাবেন।
ব্যাঙ্ক সূত্রে খবর, বাধ্যতামূলক অ্যালার্ট ছাড়াও গ্রাহকদের দেয় নানা সাবস্ক্রিপশনভিত্তিক এসএমএস অ্যালার্ট(Yes Bank New Policy) বন্ধ করা হয়েছে বৃহস্পতিবার। এর মধ্যে ক্রেডিট-ডেবিট কার্ডের অ্যালার্ট, সাপ্তাহিক, পাক্ষিক ব্যালেন্স চেক সহ একাধিক সুবিধা ছিল। ব্যাঙ্ক এই সুবিধাগুলি এখন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন- Today Gold Price: বিয়ের মরসুমে সোনার দামে পতন, লক্ষ্মীবারে কত হলুদ ধাতুর দাম ?
তবে বিকল্প উপায়ের কথাও জানিয়েছে তারা। প্রয়োজনে গ্রাহকরা ইয়েস মোবাইল(Yes Bank Mobile App), ইয়েস অনলাইন, ইয়েস রোবটের মতো অনলাইন সুবিধাগুলি ব্যবহার করতে পারেবেন।