অজানা, অচেনা নম্বর থেকে বার বার ফোন আসার বিড়ম্বনা থেকে মুক্তি। এবার থেকে ফোনে সেভ করা নেই এমন কোনও অচেনা নম্বর থেকে কল করলে শোনা যাবে না ফোনের রিংটোন। গ্রাহকদের জন্য এমনই নতুন ফিচার্স নিয়ে এল বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটঅ্যাপ।
মেটার সিইও মার্ক জুকারবার্গ সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, গ্রাহকদের গোপনীয়তা রক্ষার স্বার্থে এই নতুন ফিচার্স আপডেট করা হয়েছে। যেখানে গ্রাহক চাইলে অচেনা নম্বরের কল সাইলেন্সে রাখতে পারবেন।
কীভাবে কাজ করবে এই ফিচার্স?
হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিতে হবে। এরপর সেটিংস অপশনে গিয়ে প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেখান থেকে কলস অপশনে গেলেই দেখা যাবে 'সাইলেন্স আননোন কলস' অপশনটি। ওই অপশনে গিয়ে ফিচারটি অন করে দিলেই সমস্ত অচেনা নম্বর সাইলেন্ট হয়ে যাবে।