আয়কর রিটার্ন জমা করার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৩। এই তারিখের আগে আইটিআর ফাইল করতে হবে। কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে কী হবে?
জরিমানা
আইটিআর ফাইল করার নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলেও আইটিআর ফাইল করা যায়। এক্ষেত্রে জরিমানা দিতে হবে। এক্ষেত্রে শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৩।
শাস্তিমূলক সুদ
আগের কোনও কর বাকি থাকলে দিতে হবে শাস্তিমূলক সুদ। তবে আগের কোনও কর বাকি না থাকলে সেক্ষেত্রে এই সুদ প্রযোজ্য হবে না।
আরও পড়ুন - অ্যামাজনে দু'দিনের দেদার সেল, ৪৫০০০ নতুন ব্র্যান্ড, আরও দ্রুত ডেলিভারি,
পক্রিয়া
নির্ধারিত সময়ে রিটার্ন ফাইল না করতে পারলে সাধারণ নিয়মেই ট্যাক্স রিটার্ন দাখিল করা যাবে। তবে, এক্ষেত্রে আইটিআর ফর্মটি পূরণ করার সময়, ফর্মের প্রাসঙ্গিক বাক্সের ড্রপ-ডাউন মেনুতে 'ধারা ১৩৯(৪)-এর অধীনে ফাইল করা রিটার্ন' ক্লিক করতে হবে।