রতন টাটার এয়ার ইন্ডিয়া (Air India) সঙ্গে মিশে যেতে চলেছে বিমান সংস্থার ভিস্তারা(Vistara)। মঙ্গলবার এই বিষয়ে টাটার কর্ণধার রতন টাটার (Ratan Tata) সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapur Airlines) একমত পোষণ করেছে। আগামী বছর মার্চ মাসের মধ্যেই এই একত্রীকরণের (Merge) পক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে দুই সংস্থা।
এই চুক্তি অনুসারে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এয়ার ইন্ডিয়াতে ২৫.১% শেয়ার থাকবে। অন্যদিকে টাটা গ্রুপ ভিস্তারার ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে। বাকি মালিকানা থাকবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া একত্রিত হবে। আর এই একত্রীকরণ পক্রিয়ার জন্য লেনদেনের অংশ হিসাবে এয়ার ইন্ডিয়াতে ২.০৫৮.৫ কোটি টাকা বিনিয়োগ করবে সিঙ্গাপুর এয়ারল্যান্স।
একত্রীকরণ নিয়ে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, এয়ার ইন্ডিয়াকে সত্যিকারের বিশ্বমানের বিমান সংস্থায় পরিণত করতে ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার একত্রীকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আরও পড়ুন- কম হল মুসুর ডালের দাম
গত বছরের অক্টোবরে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ হাতে পেয়েছিল টাটা গোষ্ঠী। এবার এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার একত্রীকরণে অনেকেই মনে করছেন টাটাদের মালিকানাধীন দুই সংস্থা মিশে গেলে উড়ান পরিষেবার ক্ষেত্রেও সুফল মিলবে।