ফিটনেস ও উদ্ভিদজাত মাংসের পর এবার নতুন ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার পথে বিরাট কোহলি (Virat Kohli)। একটি স্টার্ট আপ সংস্থা রেজ কফির (Rage Coffee) পাশে দাঁড়ালেন বিরাট। এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হলেন তিনি।
রেজ কফি কী
২০১৮ সালে দিল্লির সংস্থা রেজ কফি কফির ব্যবসা শুরু করে। সাধারণত বাজারে যেমন কফি বিক্রি হয়, তাদের থেকে এদের ভাবনা ছিল একটু আলাদা। এরা বিভিন্ন স্বাদের ইনস্ট্যান্ট কফি মিক্সের (Coffee Mix) সঙ্গে প্লেন কফি প্রস্তুত করে। যা বাজারে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়।
আরও পড়ুন: জিভামি ও আমান্তের পর অন্তর্বাস ব্র্যান্ড ক্লোভিয়ার সঙ্গে ৯৫০ কোটির চুক্তি রিলায়েন্স রিটেলের
আগেও স্টার্ট আপ ব্যবসায় বেশ সাফল্য পেয়েছেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কার সঙ্গে ব্লু-ট্রাইব ফুড, উদ্ভিতজাত মাংসের মতো প্রস্তুতকারী ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন তিনি। ইতিমধ্যেই ছটি স্টার্ট আপ সংস্থার সঙ্গেও যুক্ত আছেন তিনি।