প্রতারণার অভিযোগে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর্থিক প্রতারণা ও আংশিক সময়ের চাকরির ভুয়ো বিজ্ঞাপন দেওয়া হত ওই ওয়েবসাইটগুলিতে। ভুয়ো বিজ্ঞাপনী প্রচারের ফাঁদের পড়ে যাতে সাধারণ মানুষের সর্বস্ব খোয়াতে না হয় তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে ইন্ডিয়ান সাইবারক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার। তারাই প্রথম এই ভুয়ো ওয়েবসাইটগুলি শনাক্ত করে। এবং ব্লক করার সিদ্ধান্ত নেয়।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিদেশ থেকে ওই ওয়েবসাইটগুলি চালানো হত। শুধু ওয়েবসাইট নয়, একাধিক ডিজিট্যাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ধরে প্রতারণা চালাত তারা। তথ্যপ্রযুক্তি আইন ২০০০ এর অধীনেই ওই ওয়েবসাইটগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।