সোমবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেটব্যাঙ্কিং, ইউপিআই ও ইয়োনো পরিষেবা বন্ধ থাকবে কয়েক ঘণ্টার জন্য। ইয়োনো লাইট, ইয়োনো বিজনেস ওয়েব এবং মোবাইল অ্যাপ, ইয়োনো এবং ইউপিআই পরিষেবাও বন্ধ থাকবে বিকেল চারটে দশ মিনিট থেকে সন্ধে সাতটা দশ মিনিট পর্যন্ত। স্টেট ব্যাঙ্কের অ্য়ানুয়াল ক্লোজিং অ্যাকটিভিটি বা বার্ষিক সমাপনী প্রক্রিয়ার কারণেই এই পরিষেবাগুলির সুবিধা কয়েক ঘণ্টা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। যদিও, স্টেট ব্যাঙ্কের ইউপিআই লাইট এবং এটিএম পরিষেবা এই সময়ের মধ্যে পাওয়া যাবে বলেও জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
রবিবার, এইচডিএফসি-র পক্ষ থেকেও গ্রাহকদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, ১ এপ্রিল NEFT-র মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। আর্থিক বর্ষের শেষলগ্নের প্রক্রিয়ার কারণেই এই বাধা বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়া, ১ এপ্রিল ২,০০০ টাকার নোটের লেনদেনও করা যাবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।