আর্থিক মন্দার প্রভাবে ভারতীয় স্টার্ট-আপ সংস্থাগুলিতে ছাঁটাই চলছেই। সম্প্রতি আইএএনএসের একটি রিপোর্ট অনুযায়ী, মোট ৮৪টি স্টার্ট-আপ থেকে এখনও পর্যন্ত ছাঁটাই করা হয়েছে ২৪,২৫০ জন কর্মীকে! বাইজু'স, ওলা, ওয়ো, মিশো, এমপিএল, লাইভস্পেস, ইনোভেকার, উড়ান, আনঅ্যাকাডেমি এবং বেদান্তু-তে সবথেকে বেশি ছাঁটাই হয়েছে। এছাড়াও রয়েছে, ডানজো, প্রিস্টিন কেয়ার, ফানক্ল্যাশ, ইনক৪২-এর মতো সংস্থাও।
২০২১ সালটা ভালই কেটেছিল ভারতের স্টার্টআপ সেক্টরে। বিশেষত কোডিং জানা, আইটি কর্মীদের বেতন বেড়েছে বিপুল হারে। প্রতিটি সংস্থাই যেন প্রতিযোগিতায় নামে, কে কত বেশি বেতন দিয়ে কর্মী ছিনিয়ে আনতে পারে। লকডাউন উঠে গিয়ে অফিসও চালু হয়। বড় অফিস, মোটা বেতন, জয়েনিং বোনাস, ইক্যুইটি অপশন, গিফট, ঢালাও সুবিধা- কোনওকিছুরই অভাব ছিল না।
অভাব ছিল কেবল মুনাফার। ২০২২ সালের শুরু থেকেই এই বিষয়টি ক্রমেই স্পষ্ট হয়েছে। একাধিক শিরোনামে উঠে এসেছে, ঠিক কতটা লোকসানে ডুবে নামজাদা, বড় স্টার্টআপ সংস্থাগুলি।
এর ফলেই কমেছে নিয়োগও। আগের মতো স্টার্টআপে ঢালাও চাকরির বাজার আর নেই। একসঙ্গে ৪-৫টি সংস্থার বেতনের অফার নিয়ে দর কষাকষি করতেও ভয় পাচ্ছেন কর্মীরা।