বুধবারও দাম বাড়ল সোনার (Today Gold Price)। মঙ্গলবারে দাম বেড়েছিল সোনার, বুধবারেও সেই দাম ঊর্ধ্বমুখী। তবে রুপোর দামে (Silver Price) আজ কিছুটা স্বস্তি মিলেছে।
বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,৫৭৫টাকা গতকালের থেকে দাম বেড়েছে ১৭ টাকা। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫৫,৭৫০ টাকা অর্থাৎ এক্ষেত্রে দাম বেড়েছে ১৭০ টাকা।
Wolf Viral News : চার পায়ে হাঁটার শখ,প্রায় ১৮ লাখ খরচ করে 'নেকড়ে' হলেন ব্যক্তি !
এছাড়া ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,১১০ টাকা অর্থাৎ মঙ্গলবারের থেকে দাম বেড়েছে ১৫ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেটের ৫১,১০০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১৫০ টাকা। এদিকে বুধবার অপরিবর্তিতই থেকেছে রুপোর দাম। ১ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৭২ টাকা। ১০ গ্রামের দাম ৭২০ টাকা।