সপ্তাহের শুরুতেই ফের সস্তা হল সোনা। শীত মানেই বিয়ের মরসুম, আর এইসময় অল্প আধটু সোনা সকলেই কিনে থাকেন৷ সে বাড়ির বিয়ের জন্য হোক বা উপহার, যারা ভাবছেন সোনা কিনবেন আর দেরি করবেন না। কেননা সপ্তাহের প্রথমেই সোনার দাম বেশ কিছুটা সস্তা হয়েছে। তবে এদিন দাম বেড়েছে রূপোর।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, সোমবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম যাচ্ছে ৪,৯৬০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম ৪৯,৬০০ টাকা। গতকালের থেকে ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম কমেছে ৩৫০ টাকা।
Bangladesh Football Clash : বিশ্বকাপের রাতে বাংলাদেশের কুষ্ঠিয়ায় সমর্থকদের সংঘর্ষ, জখম সাত
এদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৫,৪১১ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪,১১০ টাকা। রবিবারের থেকে ১০ গ্রাম প্রতি দাম কমেছে ৩৮০ টাকা।