Investment Tips: বেতন মাত্র ১৫ হাজার টাকা, অনায়াসে জমাতে পারবেন ১ কোটি টাকা! কীভাবে? জানুন

Updated : Aug 22, 2024 06:15
|
Editorji News Desk

প্রত্যেকেরই ভবিষ্যতের জন্য সঞ্চয় করা জরুরি। কিন্তু বর্তমানে দুর্মূল্যের বাজারে  মধ্যবিত্তের জন্য সঞ্চয় করা খুবই সমস্যার। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সুদের হার যেমন খুব একটা বেশি নয়। আবার অন্যদিকে মিউচুয়ার ফান্ড বা স্টক মার্কেটে ভালো টাকা রিটার্ন পাওয়া গেলেও থাকছে ঝুঁকি। কোনও ভুল হলেই খোয়াতে হবে মোটা টাকা। এই পরিস্থিতিতে কীভাবে টাকা জমালে মোটা টাকা রিটার্ন পাবেন?

মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের সঞ্চয় করার জন্য সবথেকে ভালো উপায় EPF। যাঁরা সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছে তাঁরাই এই সুবিধা পাবেন। সেক্ষেত্রে এই স্কিমে ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। 

কর্মীদের বেসিক বেতন থেকে ১২ শতাংশ কেটে নেওয়া হয়। এবং সেই টাকা EPF-এ জমা রাখা হয়। পাশাপাশি সংস্থার তরফেও সমপরিমাণ টাকা EPF জমা দেওয়া হয়। 

আপনি কি জানেন EPF-এর মাধ্যমে ১ কোটি টাকা জমানো সম্ভব। অতি সামান্য বেতনেও ওই টাকা সঞ্চয় করতে পারবেন। বর্তমানে EPF এ ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। কীভাবে পাবেন? জেনে নিন...

ধরে নেওয়া যাক কারোর বয়স ২৩ বছর। এবং তাঁর প্রাপ্ত বেতন ১৫ হাজার টাকা। এই হিসেব ধরে এগোলে প্রতি বছর ওই কর্মীর সঞ্চয় হবে ৩০ হাজার টাকার আশপাশে। এবং মোট ৩৮ বছর ধরে যদি তিনি সঞ্চয় চালিয়ে যান তাহলে অবসর নেওয়ার সময় তাঁর প্রাপ্ত টাকার পরিমাণ হবে ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৩৩৮ টাকা। 

অর্থাৎ এই হিসেব অনুযায়ী এক সরকারি বা বেসরকারি কর্মী প্রতিমাসে খুব সামান্য সঞ্চয় করেও কোটি টাকার মালিক হতে পারেন সঞ্চয়কারীরা। বাজাজ ফিনসার্ভের EPF ক্যালকুলেটরের মাধ্যমে পুরো হিসেবটি কষা হয়েছে। তবে এক্ষেত্রে সঞ্চয়কারীর বেতন প্রতিবছর কমপক্ষে ৫ শতাংশ বাড়তে হবে।  

Investment

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে