মার্কিন মুদ্রাস্ফীতির ধাক্কায় রেকর্ড পতন ভারতীয় মুদ্রায় (Indian Rupee)। ডলারের (US Dollar) অনুপাতে ভারতীয় মুদ্রার দাম সর্বনিম্ন হওয়ার রেকর্ড তৈরি হয়েছে। ভারতীয় টাকায় এক ডলারের দাম দাঁড়িয়েছে ৭৯ টাকা ৯০ পয়সা। যা ভারতীয় অর্থনীতির হিসেবে সর্বনিম্ন। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এখন ডলারের দাম ৮০ ছোঁয়া, শুধু সময়ের অপেক্ষা। আরও নিচে নামতে পারে ভারতীয় মুদ্রার দাম।
জানা গিয়েছে, গত জুন মাসে ৯.১ শতাংশ মুদ্রাস্ফীতি ঘটেছে আমেরিকায়। ১৯৮১ সালের পর মুদ্রাস্ফীতির এত ভয়ঙ্কর চেহারা এর আগে দেখা যায়নি। মে মাসে আমেরিকায় মুদ্রাস্ফীতির হার ছিল ৮.৬ শতাংশ। তা জুন মাসে বেড়ে দাঁড়ায় ৯.১ শতাংশ। যার প্রভাব পড়েছে এশিয়ার দেশগুলিতে।
আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে আজ ফের মন্ত্রী মলয় ঘটককে তলব ইডির, তলব সুশান্ত মাহাতোকেও
গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকে ডলারের অনুপাতে ২৭ বার পতন হয়েছে ভারতীয় মুদ্রার। তবে ডলারের অনুপাতে রেকর্ড পতনে শুধু ভারত নয়। ২০ বছরের রেকর্ড পতন হয়েছে ইউরোপের দেশগুলিতে। জাপানেও ২৪ বছর পর ডলারের অনুপাতে ইয়েনের রেকর্ড পতন হয়েছে।