কোম্পানির ৭০ শতাংশ কর্মীদের ১০০ শতাংশ ভ্যারিয়েবেল পে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নজির গড়ল দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস বা টিসিএস। ২০২২-২৩ অর্থবর্ষের দ্বিতীয় কোয়াটারের জন্য এই পে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সংস্থার অ্যানালিস্টদের সঙ্গে বৈঠকে টিসিএসের প্রধান চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাক্কাদ এই ঘোষণা করেছেন।
লাক্কাদ আরও জানিয়েছেন, বাকি যে ৩০% কর্মী রয়েছেন তাঁদের বিজনেস ইউনিটের পারফর্মেন্সের উপর ভিত্তি করে ভ্যারিয়েবেল পে দেওয়া হবে। এমনকি প্রথম কোয়াটারের এই ভাতা সঠিক সময়েই দেওয়া হয়েছে। ইনফোসিসও নিজেদের কর্মীদের গড়ে ৭০ শতাংশ ভাতা দিয়েছে। তবে, বেশ কিছু সংস্থা প্রথম কোয়াটারের ভ্যারিয়েবেল পে প্রদান করেনি বলেও জানা গিয়েছে।
জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে টিসিএস ২০ হাজার ফ্রেশার নিয়োগ করেছিল। আর্থিক বছরের প্রথম ষাণ্মাসিকে নিয়োগের সংখ্যা ছিল ৩৫ হাজার। সদ্য শুরু হয়েছে তৃতীয় কোয়াটার। এটি শেষ হলে নতুন কর্মী নিয়োগের টার্গেট স্থির করা হবে। চলতি বছরে ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করা হবে।