এক অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি টিসিএস। টাটা গোষ্ঠীর এই তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে এবার মহিলা কর্মীদের পদত্যাগের হিড়িক। সম্প্রতি টিসিএস ঘোষণা করছে, আর বাড়ি থেকে বসে কাজ করা যাবে না। মূলত করোনার জেরে গত তিন বছর বাড়ি থেকে বসেই কাজ করেছেন সংস্থার কর্মীরা। কিন্তু কোম্পানির এই সিদ্ধান্তে নাকি খুশি নন সংস্থার মহিলা কর্মীরা। তার জেরেই ইস্তাফার ঢল দেখা গিয়েছে।
সংস্থার এক কর্তা জানিয়েছেন, সাধারণ ভাবে তাঁদের সংস্থায় পুরুষদের তুলনায় মহিলাদের চাকরি ছাড়ার প্রবণতা কম। কিন্তু বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া বন্ধ করার পর মহিলা কর্মীদের পদত্যাগের প্রবণতা বেড়েছে বলে দাবি ওই কর্তার।
পুরোপুরি ওয়ার্ক ফ্রম বন্ধের আগে হাইব্রিড ভাবেই কাজ শুরু করেছিল টিসিএস। অর্থাৎ কয়েকদিন বাড়ি থেকে কয়েকদিন অফিসে এসে কাজ করতে হত কর্মীদের। কিন্তু সম্প্রতি ওয়ার্ক ফ্রম হোম পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার জেরেই মহিলাদের চাকরি ছাড়ার ঢল বলে দাবি কোম্পানির।