Tata venture:খুচরো ব্যবসায় কোমর বেঁধে নামছে টাটা, টক্কর হবে রিলায়েন্সের সঙ্গে

Updated : Jul 17, 2022 13:52
|
Editorji News Desk

দেশে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর খুচরো বাজারের সিংহভাগ এখন রিলায়েন্সের (Reliance) দখলে। এবার সেই বাজারে রিলায়েন্সকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে কোমর বেঁধে নামছে টাটা (Tata) । 

টাটার সিইও সুনীল ডিসুজা সম্প্রতি জানিয়েছেন, খুচরো বাজারে নামতে আগামীতে কয়েকটি ব্র্যান্ড কিনে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কোন ব্র্যান্ডগুলি কেনা হবে সেগুলির নাম ডিসুজা বলেননি। উল্লেখ্য়, টাটা (Tata) কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এখন টেটলি টি এবং এইট ও’ক্লক কফি বিক্রি করে। ডিসুজা জানিয়েছেন, যে কোম্পানিগুলিকে কেনা হবে বলে স্থির হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। 

ইতিমধ্যে বোতলবন্দি জলের ব্যবসায় নেমেছে টাটা কনজিউমারস। নরিশকো বিভারেজেস লিমিটেডের একটি অংশ কিনেছে ওই সংস্থা। পাশাপাশি খাদ্যপণ্য বিক্রিকারী সংস্থা সোলফুল-এর কিছু শেয়ারও কিনেছে টাটা। টাটা আগামী দিনে দেশে স্টারবাক কর্পোরেশনের আরও কয়েকটি আউটলেট খোলার বিষয়ে চিন্তাভাবনা করছে। গত আর্থিক বছরেই টাটা দেশের বিভিন্ন প্রান্তে স্টারবাকের ৫০ টি কাফে খুলেছে। বর্তমানে ২৬ টি শহরে ২৬৮ টি কাফে রয়েছে স্টারবাকের। উল্লেখ্য, একটি মার্কিন সংস্থার সঙ্গে যৌথভাবে স্টারবাকের মালিক টাটা। তাদের লক্ষ্য ভারতে মোট এক হাজার আউটলেট খোলা। ডিসুজা বলেন, ভারতে আমাদের সামনে বিরাট সুযোগ রয়েছে। কত তাড়াতাড়ি আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারব, তা দেখার বিষয়।

তবে রিলায়েন্সও বসে নেই। তারা স্থির করেছে, আগামী ছ’মাসের মধ্যে ৬০ ধরনের মুদির সামগ্রীর ব্র্যান্ড কিনবে। ওয়াকিবহাল মহলের একাংশ তাই মনে করছে, আগামী দিনে খুচরো বাজারে যে রিলায়েন্সের সঙ্গে টাটার কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে। 

 

RelianceTata

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে