বৈদ্যুতিক গাড়ির (E-Vehicle) প্ল্যাটফর্মে আরও একটি নতুন প্রোডাক্ট আনতে চলেছে টাটা মোটরস (Tata Motors)। তাঁদের নতুন কনসেপ্ট কারের নাম 'অভিন্ন' (AVINYA)। থার্ড জেনারেশন মডেলে তৈরি এই বৈদ্যুতিক গাড়ি। টাটা মোটরসের দাবি, গাড়িতে ফুল চার্জ থাকলে মাত্র ৩০ মিনিটে ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা সম্ভব। ২০২৫ সালে বাজারে আসতে চলেছে এই গাড়ি।
এই কনসেপ্ট কার (Concept Car) সাফারি গাড়ির মতোই বড়। নতুন ইলেকট্রিক স্কেটবোর্ড অনেক বেশি নমনীয় ও মজবুত। নতুন গাড়ির প্রমোশনে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সংস্থা। গাড়ির এক্সটেরিয়র ডিজাইনেও বেশ অভিনবত্ব আছে। SUV ও MPV গাড়ির ডিজাইনের মিশ্রণে এই গাড়ির বডির ডিজাইন তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: মে মাসে ১১ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, জেনে নিন তারিখগুলো
টাটা সনস ও টাটা মোটরসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই নতুন কনসেপ্ট কার প্রসঙ্গে বলেন, "অভিন্ন -এই ধারণাকে বাস্তবায়িত করতে আমাদের মূল ভাবনা ছিল মোবিলিটি সলিউশন। চাকায় অত্যাধুনিক সফটওয়ার যা দিতে পারবে না, সেরকম জিনিস দেওয়া। ভাল ডিজাইনের পাশাপাশি চাকা যেন গতিশীল হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি হয়। যাতে কার্বন ফুটপ্রিন্টের মাধ্যমে পরিবেশে দূষণও কম হয়। আমরা আত্মবিশ্বাসী যে, এই সিদ্ধান্তের মাধ্যমে শুধু ভারতে নয়, ভবিষ্যতে গোটা বিশ্বে অনেক বড় মাপের ও দীর্ঘস্থায়ী পদক্ষেপ নিতে পারব।"