দীপাবলিতে কর্মীদের উপহার (Diwali gifts) দেওয়ার রীতি বহু কাল ধরেই প্রচলিত রয়েছে। কেউ মিষ্টি দেন কেউ বোনাস দেন কেউ আবার গিফট কুপনও দেন। কিন্তু কেউ কর্মীদের বাইকও দেন কি? তা হয়ত দেন না। শুনতে অবাক লাগলেও এই দীপাবলিতে কর্মীদের এমনই চমক দিল তামিলনাড়ুর এক চা প্রস্তুতকারক সংস্থা। কর্মীদের উপহার হিসেবে দেওয়া হল রয়্যাল এনফিল্ড বাইক (Royal Enfield bikes)। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে বেজায় খুশি কর্মীরা।
এই সংস্থার মালিক পি শিবকুমার ১৯০ একর চা বাগানের মালিক। এর আগেও তিনি কর্মীদের একাধিক উপহার দিয়েছেন। কিন্তু এই বছর সকলকে চমকে দিয়ে প্রত্যেক কর্মচারীকে ২ লক্ষ টাকারও বেশি মুল্যের বাইক উপহার দিয়েছেন। মালিক পি শিবকুমারের সঙ্গে কর্মীদের রাইডে যাওয়ার ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন - সপ্তাহের প্রথম দিনে সোনা রুপোর দামে ওঠা পড়া কেমন? জেনে জিন এক নজরে
জানা গিয়েছে, ওই চা বাগানে ৬২৭ জন কর্মী রয়েছেন। যদিও সকলকে বাইক উপহার দেয়নি সংস্থাটি। ম্যানেজার, সুপারভাইজার, স্টোরকিপার, ক্যাশিয়র, ড্রাইভার-সহ মোট ১৫ জন কর্মী যারা ২ বছর কিংবা তারও বেশি সময় ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত তাঁদের হাতেই তুলে দেওয়া হয়েছে বাইকের চাবি।