গত কয়েকদিন ধরেই শেয়ার বাজারে উত্থান চলছিল। যা মঙ্গলবার ভেঙে দিল একাধিক রেকর্ড। শেয়ার বাজারে রীতিমতো ঘটনাবহুল মঙ্গলবার! সেনসেক্স পার করে গেল ৭৫ হাজারের ম্যাজিক ফিগার। সূচকও বেড়ে দাঁড়াল ৩৮১ পয়েন্টে। অন্যদিকে, নিফটি সূচক পার করল ২২ হাজার ৭০০। ৩৮১. ৭৮ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৭৫,১২৪.২৮ পয়েন্টে। বম্বে স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এই প্রথমবার ৭৫ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স।
বিশেষজ্ঞদের মতে, চলতি ভোটের মরসুমে বাজার আপাতত চাঙ্গাই থাকবে। তবে, শেয়ার বাজার বলেই উত্থানের সঙ্গে পতনের সম্ভাবনাও যে কাঁটার মতো বিঁধে থাকবে, সে কথাও মনে করিয়ে দিতে ভুলছেন না বিশেষজ্ঞরা।
মঙ্গলবার লাভের মুখ দেখেছে যে সব ভারতীয় সংস্থার শেয়ার, তাদপর মধ্যে রয়েছে- ইনফোসিস, টেক মহিন্দ্রা, টিসিএস, এইচসিএল টেকনোলজিস, টাটা মোটরস, উইপ্রো, নেসলে, আইসিআইসিআই ব্যাঙ্ক। তবে শেয়ার বাজারের উত্থানের মধ্যেও বিশেষ সুবিধা করতে পারেনি জেএসডব্লিউ স্টিল, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং লারসেন অ্যান্ড ট্যুব্রো।