টম্যাটোর (Tomato Price) দামে হাত পুড়ছে ক্রেতাদের। কোথাও ২০০ তো কোথাও বা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই সবজি। ম্যাকডোনাল্ডস এর পর এবার সাবওয়ে (Subway)। বিখ্যাত এই খাবারের সংস্থা তাঁদের বিভিন্ন আইটেমে টম্যাটোর ব্যবহার বন্ধ করেছে। নতুন দিল্লি, উত্তরপ্রদেশ এবং চেন্নাই সহ প্রধান শহরগুলির অন্তত কয়েকটি সাবওয়ে আউটলেটে অন্তত এই চিত্রই ধরা পড়েছে।
Bread In Breakfast: জলখাবারে পাউরুটি? কতটা অস্বাস্থ্যকর, জানেন?
টম্যাটোর এই বর্ধিত দাম ভারতের অন্যান্য ফাস্ট-ফুড চেইনকেও প্রভাবিত করেছে, ম্যাকডোনাল্ডস সম্প্রতি গুণমানের বিষয়ে একই রকম উদ্বেগের কারণে নির্দিষ্ট কিছু জায়গায় তাদের বার্গার এবং Wrap থেকে টোম্যাটো ব্যবহার বাদ দিয়েছে।
এই মুহূর্তে রাজধানীতে টম্যাটোর দাম আনুমানিক ১৬৮ টাকা প্রতি কিলোগ্রামে পৌঁছেছে, আগে প্রায় ৩০০ ছুঁয়েছিল এই দাম।