লাক্ষাদ্বীপে বিমান পরিষেবা চালু করতে চলেছে স্পাইসজেট। বুধবার বার্ষিক বৈঠকে এবিষয়ে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং। তিনি জানিয়েছেন, লাক্ষাদ্বীপের আগত্তি আইল্যান্ডে তাদের বিমান ওঠানামা করবে। প্রাথমিকভাবে কোচি থেকে ওই পরিষেবা দেওয়া হবে।
অজয় সিং জানিয়েছেন, এতদিন লাক্ষাদ্বীপ যাওয়া খুব একটা সহজ ছিল না ভ্রমণপিপাসুদের কাছে। কিন্তু এবার থেকে সহজেই সেখানে পৌঁছনো যাবে। এছাড়াও বিভিন্ন শহর থেকে অযোধ্যাতেও বিমান পরিষেবা চালু করতে চলছে স্পাইসজেট।
Read More- মালদ্বীপ বয়কটের ডাকের মাঝেই লক্ষাদ্বীপ নিয়ে সার্চ বাড়ল ৩,৪০০ শতাংশ!
লাক্ষাদ্বীপে ইতিমধ্যে একটি নতুন বিমান বন্দর তৈরির পরিকল্পনা করেছে ভারত সরকার। ইতিমধ্যে তার কাজও শুরু হয়েছে। ওই বিমানবন্দর চালু হলে আরও সহজে বিমান ওঠানামা করতে পারবে। এবং প্রতিরক্ষাবাহিনীর বিমানও ওঠানামা করতে পারবে ওই বিমানবন্দরে।