Sovereign Gold Bond Scheme 2022: ২৬ অগাস্ট পর্যন্ত সস্তায় সোনা কেনার সুযোগ, বিস্তারিত জেনে নিন

Updated : Aug 28, 2022 10:52
|
Editorji News Desk

Sovereign Gold Bond Scheme 2022 : আপনার উদ্দেশ্য যদি সোনা কেনা হয়, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সোমবার, ২২ অগস্ট থেকে সোভেরিন গোল্ড বন্ড স্কিমে (SGBS) বিনিয়োগ করা যাবে। এই স্কিমটি চলবে আগামী ২৬ অগস্ট পর্যন্ত। SGBS-এ সোনার দাম প্রতি গ্রাম ৫,১৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অনলাইনে পেমেন্টে প্রতি গ্রামে মিলবে ৫০ টাকা ছাড়। 

এটি ২০২২-২৩ অর্থবর্ষের জন্য SGBS-এর দ্বিতীয় সিরিজ। সোভেরিন গোল্ড বন্ডে, সরকার বিনিয়োগকারীদের প্রকৃত সোনা দেয় না, বরং সোনায় অর্থ বিনিয়োগের সুযোগ দেয়। এতে একজন ব্যক্তি এক অর্থ বছরে এক গ্রাম থেকে চার কেজি পর্যন্ত সোনা কিনতে পারেন। রিটার্নের হিসেব বলছে, গত এক বছরে এতে বিনিয়োগকারীদের ৭.৩৭ শতাংশ মুনাফা দিয়েছে। 

আরও পড়ুন- Gold price today: জন্মাষ্টমীর দিন সোনায় সোহাগা, এক ধাক্কায় অনেকটা দাম কমে গেল সোনার

কারা বিনিয়োগ করতে পারবেন?

২০১৫ সালের নভেম্বরে চালু করা হয় সোভেরিন গোল্ড বন্ড স্কিম। সরকারের তরফে আরবিআই এই বন্ড জারি করে৷ এই বন্ডগুলি আবাসিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), ট্রাস্ট, বিশ্ববিদ্যালয় এবং দাতব্য প্রতিষ্ঠান দ্বারা কেনা যাবে। সোভেরিন গোল্ড বন্ড স্কিমে, একজন ব্যক্তি একটি আর্থিক বছরে সর্বাধিক ৪ কেজি সোনার বন্ড কিনতে পারেন। ন্যূনতম বিনিয়োগ এক গ্রাম। একই সময়ে, ট্রাস্ট বা অনুরূপ সংস্থাগুলি ২০ কেজি পর্যন্ত বন্ড কিনতে পারে। 

কত সুদ পাবেন?

গোল্ড বন্ড স্কিমে বিনিয়োগ করলে প্রতি বছর ২.৫ শতাংশের একটি নির্দিষ্ট হারে সুদ পাবেন বিনিয়োগকারী। সোভেরিন সোনার বন্ডগুলিও ঋণ পাওয়ার জন্য জামানত হিসাবে ব্যবহার করা যেতে পারে। 

সময়কাল?

সোভেরিন গোল্ড বন্ড স্কিমের সময়কাল আট বছর। বিনিয়োগকারী যদি আগে টাকা তুলতে চান, তাহলে তিনি বিনিয়োগের পাঁচবছর পরেই তা করতে পারবেন। বিনিয়োগকারীরা নগদ, ডিমান্ড ড্রাফ্ট, চেক বা ডিজিটাল মাধ্যমে সোনার বন্ডের অর্থ প্রদান করতে পারেন। এটি লক্ষণীয় যে, নগদ অর্থপ্রদান শুধুমাত্র কুড়ি হাজার টাকা পর্যন্ত করা যেতে পারে।

Gold BondsSovereign Gold Bond SchemeSovereign Gold Bond

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে