Budget 2023: করছাড় থেকে স্বাস্থ্যবীমার বরাদ্দ বাড়ানো- এক নজরে বাজেট থেকে মধ্যবিত্ত'র প্রত্যাশা

Updated : Feb 01, 2023 15:41
|
Editorji News Desk

মূল্যবৃদ্ধির ঠেলায় এমনিতেই নাজেহাল দশা মধ্যবিত্তের। বার্ষিক আড়াই লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সীমা যাঁদের, তাঁরা সকলেই তাকিয়ে আছেন আসন্ন বাজেটে (Budget 2023) কিছু করছাড়ের ঘোষণার দিকে। 

২০১৭-১৮ আর্থিকবর্ষের পর তেমনভাবে করছাড়ের স্ল্যাবে কোনও উল্লেখযোগ্য বদল আসেনি। 'নতুন করব্যবস্থা' চালু হয় ২০২০ সালে। ২০২৩ এর কেন্দ্রীয় বাজেটে অন্তত করছাড়ের (Union Budget 2023) ক্ষেত্রে কিছু পরিবর্তনের আশায় রয়েছে গোটা দেশের মধ্যবিত্ত শ্রেণীটি।  

এছাড়া, সেকশন ৮০ সি-এর ছাড় থেকে টিউশন খরচকে বাদ দেওয়ার ব্যাপারে সরকার কী সিদ্ধান্ত নেয় এই বাজেটে, তা নিয়েও আগ্রহী মধ্যবিত্তরা। যেখানে আরও অনেককিছুর সঙ্গেই টিউশন খরচকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ, এর সীমা মাত্র দেড় লক্ষ টাকা। 

এছাড়া, স্বাস্থ্যবীমার পরিমাণ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার ব্যাপারেও আশায় বুক বেঁধেছে মধ্যবিত্ত। 

কোভিডের পর ভয়াবহ ধাক্কা খেয়েছিল ভারতের অর্থনীতি। বিভিন্ন ক্ষেত্রেই ছাঁটাই হয়েছিল অজস্র। তাই, মধ্যবিত্তদের আশা বাড়াতে আসন্ন বাজেটে কিছু নতুন কাজের উৎস ঘোষণা করবে কি না সরকার, তার দিকেও নজর রয়েছে ওয়াকিবহালমহলের।

Budget 2023Union budgetmiddle class

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে