Smart Investment Plans: বছর শেষে দারুণ রিটার্ন! কোথায় ইনভেস্ট করবেন, এক নজরে জেনে নিন

Updated : Jul 02, 2024 06:24
|
Editorji News Desk

আয় বেশি হোক বা মাঝারি হোক, বিচক্ষণতার সঙ্গে তা ইনভেস্ট করতে না পারলে কোনও লাভই নেই। আজকালকার তরুণ প্রজন্ম কিন্তু বিনিয়োগের স্মার্ট উপায় জেনে নিতে দেরি করে না। এডিটরজি-র দর্শক পাঠকদের জন্যেও রইল ইনভেস্টমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

ফিক্সড ডিপোজিটে রিটার্ন সুনিশ্চিত, তবে সুদের হার বেশ কম, এক্ষেত্রে অল্প বয়সিদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে মিউচুয়াল ফান্ড। বিনিয়োগের আগে যেটা অবশ্যই জানতে হবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে রিটার্ন সুনিশ্চিত হয়না, ঝুঁকি থাকেই। তবে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে সঠিক সংস্থায় বিনিয়োগ করাটাই চ্যালেঞ্জ। 

মিউচুয়াল ফান্ডে দু'ভাবে বিনিয়োগ করা যায়, মাসিক এসআইপি বা সিস্ট্যামেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিস্তিতে, বা এককালীন অথবা ওয়ান টাইম কিস্তিতে। SIP-তে বিনিয়োগ করলে পকেটের ওপর চাপ কম পড়ে, কারণ, মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়।  

দেশের একাধিক মিউচুয়াল ফান্ড বর্তমানে খুব ভালো পারফর্ম করছে। সে সবে বিনিয়োগ করে মোটা অঙ্কের রিটার্ন পকটস্থ করেছেন একটি বড় অংশের ইনভেস্টরা। বছরের প্রথম ছ'মাসের ট্রেন্ড দেখে এটুকু স্পষ্ট, 

একাধিক মিউচুয়াল ফান্ড দুর্দান্ত পারফর্মকারী হিসাবে বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ইকোনমিক টাইমস-এর পক্ষ থেকে প্রথম ছয় মাসে সেরা পারফর্মকারী মিউচুয়াল ফান্ডগুলির তালিকা প্রকাশ করা হয়েছে।

এদের মধ্যে 4 টি ইকুইটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ৩০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। চারটিই রয়েছে মিডক্যাপ ফান্ডের বিভাগে। 

কোয়ান্ট মিডক্যাপ ফান্ড
তালিকার শীর্ষে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ডচলতি বছরের প্রথম ছয় মাসে এই মিডক্যাপ ফান্ডটি বিনিয়োগকারীদের 31.64 শতাংশ রিটার্ন দিয়েছে। 2024 সালের মে মাস পর্যন্ত এই ইকুইটি মিউচুয়াল ফান্ডটির মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ রয়েছে 7.952 কোটি টাকা।

জেএম মিডক্যাপ ফান্ড


 তালিকায় দুই নম্বরে রয়েছে জেএম মিডক্যাপ ফান্ড। জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে 31.37 শতাংশ রিটার্ন দিতে সক্ষম হয়েছে। 2024 সালের মে মাসের 31 তারিখ পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডটির মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ ছিল 1,054 কোটি টাকা।

আইটিআই মিডক্যাপ ফান্ড


আইটিআই মিডক্যাপ ফান্ডটি বিনিয়োগকারীদের 2024-এর জুন পর্যন্ত সালের প্রথম ছয় মাসের মেয়াদে 30.78 শতাংশের দুর্দান্ত রিটার্ন অফার করতে সক্ষম হয়েছে। 2024 সালের মে মাস পর্যন্ত এই ফান্ডটির মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ ছিল 891 কোটি টাকা।

মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড


প্রথম ছ'মাসে 30.53 শতাংশ রিটার্নদিয়েছে । চলতি বছরের মে মাসের 31 তারিখ পর্যন্ত এই ফান্ডটির ব্যবস্থাপনার অধীনে থাকা সম্পদের পরিমাণ হয়ে দাঁড়িয়েছে 10,378 কোটি টাকা।

ইকুইটি ফান্ডে দারুণ রিটার্ন দিয়েছে Invesco India PSU Equity Fund Direct-Growth।  ন্যূনতম ৫০০ টাকা থেকে এই ফান্ডে SIP শুরু করা যায় এবং লাম্পসাম মূল্যের ক্ষেত্রে ১০০০ টাকা থেকে শুরু করা যায়। হিন্দুস্তান এয়ারোনটিকস, ভারত ইলেকট্রনিক্স, এনটিপিসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইত্যাদি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার আছে এই সংস্থায়।

এই ফান্ডে ৫০০০ টাকার SIP করলে এক বছরের মধ্যেই বিনিয়োগকারীরা রিটার্ন পেতে পারেন ৯০,৪৪০ টাকা। আর কেউ যদি ১০ হাজার টাকার SIP করতেন, তাহলে এক বছর পর তিনি পেতে পারেন ১.৮১ লাখ টাকা। অর্থাৎ এক বছরে ১ লাখ ২০ হাজার বিনিয়োগে সুদ পেতেন ৬১ হাজার টাকা।

 

Savings Plan

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে