Share Market: সপ্তাহের শুরুতেই সেনসেক্স, নিফটির পতন, লাখ লাখ টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

Updated : Aug 05, 2024 13:36
|
Editorji News Desk

সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা শেয়ার মার্কেটে। প্রায় ২৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স সূচক। যার ফলে লাখ লাখ টাকা খুইয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের। 

এদিন ৭৮ হাজার ৩৮৫ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। অন্যদিকে ৪৬৩ পয়েন্ট পড়ে ২৪ হাজার ২৫৪ পয়েন্টে পড়ে যায় নিফটি। শুধু সেনসেক্স বা নিফটি নয়, টাকার দামেও পতন হয়েছে লক্ষ্যনীয়ভাবে। 

সেনসেক্সের মধ্যে টাটা মোটরস, টাটা স্টিল, JSW স্টিল, আদানি পোর্ট, মারুতি এবং রিলায়েন্সের শেয়ারে পতন হওয়ার ফলে বিনিয়োগকারীদের প্রচুর টাকা ক্ষতি হয়েছে। যদিও সান ফার্মা এবং হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারের পতন হয়নি।  

কেন এই পতন? 
শেয়ারবাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেনসেক্সের এই পতনের অন্যতম কারণ মার্কিন বাজারে মন্দা। ন্যাসডাক স্কয়্যারেও শেয়ারে পতন হয়েছে। যার প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার মার্কেটে। 

যদিও বিগত এক সপ্তাহ ধরে নিফটি এবং সেনসেক্সের সূচক ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু চলতি সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারের পতনের ফলে মাথায় হাত বিনিয়োগকারীদের। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, ২০০০ পয়েন্ট পতন হওয়ার ফলে প্রায় সাড়ে ৯ লাখ কোটি টাকা খোয়াতে হয়েছে বিনিয়োগকারীদের। 

শুক্রবার মার্কিন মুলুকে একটি তথ্য প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, কর্মসংস্থানের গতি আরও মন্থর হবে। বেকারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তারসঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ছাঁটাই। অন্যদিকে ইজরায়েলের উপর হিজবুল্লার হামলার ফলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার জন্যই শেয়ারবাজারে পতন বলে মনে করা হচ্ছে।  

SENSEX

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে