ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, তথ্য প্রকাশের ক্ষেত্রে এসবিআই কোনও বাছবিচার করতে পারে না। ইউনিক বন্ড নম্বর সহ যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে, যাতে যারা বন্ড কিনেছেন তাদের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক স্পষ্ট হয়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বেঞ্চের বাকি সদস্যরা হলে বিচারপতি সঞ্জীব খান্না, বি আর গাভাই, জে ভি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র।
গত ১৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালত কেন্দ্রের ইলেকটোরাল বন্ড স্কিম বন্ধ করে দেয়। সুপ্রিম কোর্ট জানায়, এটি অসাংবিধানিক। কারা কোন রাজনৈতিক দলকে কত টাকা দিয়েছেন, ১৩ মার্চের মধ্যে তা জানাতে বলা হয়।