অনেকেই নানা বাণিজ্যিক কাজ, কেনাকাটায় লোন নিয়ে থাকেন। এবার SBI থেকে ঋণ নিলে গুনতে হবে মোটা টাকা। কারণ বেড়ে গিয়েছে ঋণের উপর সুদের হার। Marginal cost of lending rate অর্থাৎ MCLR, ৫ পয়েন্ট থেকে বেড়ে গিয়ে হয়েছে ১০ পয়েন্ট। এই MCLR-এর অর্থ হল কোনও ব্যাঙ্কের দেওয়া ঋণের উপর সর্বনিম্ন সুদের হার। সোমবার থেকেই কার্যকরী হয়েছে এই নিয়ম।
অর্থাৎ এর সরাসরি প্রভাব পড়তে পারে গ্রাহকদের উপর। সোমবার থেকেই কার্যকর হতে পারে এই নিয়ম। তাই এবার থেকে SBI এর ঋণের উপর সুদের হারও বেড়ে যাবে, ফলস্বরূপ যাঁরা ইএমআই দিচ্ছেন তার পরিমাণও বাড়বে।
বাণিজ্যিক বিশেষজ্ঞদের মতে, এই MCLR এর পয়েন্ট মোতাবেক ব্যাঙ্ককে সুদ নিতেই হবে। এর জেরে, EMI বা অন্যান্য লোনের ক্ষেত্রে সুদের অংক বাড়লেও গৃহঋণের উপর খুব একটা প্রভাব পড়ার কথা নয়। তবে MCLR এর পয়েন্ট বাড়লেও, রেপো রেট অপরিবর্তিতই রয়েছে।