বড়দিনের আগে বড় ধাক্কা। ফের সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে গৃহঋণ সহ একাধিক ক্ষেত্রে বাড়ছে EMI । মূলত, SBI MCLR বা প্রান্তিক ব্যয়ের ফান্ড-ভিত্তিক ঋণের হার ০.২৫% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তার জেরেই বেড়েছে সুদের হার। সম্প্রতি, এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
Elon Musk: নিজের ডাকা ভোটে হারলেন এলন মাস্ক, টুইটারের দায়িত্ব থেকে অব্যাহতি? শুরু জল্পনা
ব্যাঙ্ক সূত্রে খবর , এই নতুন সুদের হার কার্যকরী হয়েছে ১৫ ডিসেম্বর ২০২২ সাল থেকে। এদিকে RBI রেপো রেট ০.৩৫% বাড়িয়ে ৬.২৫% করেছে। এর আগেও অনেক বেসরকারি ও সরকারি ব্যাংক তাদের সুদের হার বাড়িয়েছে।
উল্লেখ্য এই নিয়ে RBI টানা ৫ বার বাড়াল রেপো রেট। আরবিআই মে মাসে রেপো রেট 0.৪০ শতাংশ বাড়িয়েছিল, তারপরে জুন, আগস্ট এবং সেপ্টেম্বরে রেপো রেট 0.৫০ শতাংশ বাড়ানো হয়েছিল।