ঋণের চড়া সুদ থেকে মোটা আয় তো হয়েইছে, পাশপাশি। অনুৎপাদক সম্পদের (এনপিএ) পরিমাণ কমেছে। মূলত এই দুই কারণে ভর করে গত অর্থবর্ষে (২০২২-২৩) স্টেট ব্যাঙ্কের ৮৩,৭১৮ কোটি টাকা মুনাফা হয়েছে। এক বছরে বেড়েছে ৫৯%। টাকার অঙ্কে দাঁড়াল ৫০,২৩২.৪৫ কোটি।
২০২২ সালের জন্য তাঁদের শেয়ারহোল্ডারেরা শেয়ার পিছু ১১.৩০ টাকা করে লভ্যাংশ (ডিভিডেন্ড) পাবেন বলে জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওই টাকা বণ্টনের রেকর্ড ডেট আগামী ১৪ জুন। অর্থাৎ ওই দিন যে সব লগ্নিকারীর হাতে স্টেট ব্যাঙ্কের শেয়ার থাকবে, তাঁরাই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।