নতুন বছরের নতুন বাইক বাজারে আনছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) । কিন্তু, তার আগেই ডিসেম্বরের সেল নিয়ে চিন্তায় সংস্থা । সম্প্রতি রয়্যাল এনফিল্ড ডিসেম্বরের সেলস রিপোর্ট প্রকাশ করেছে । সেখানে জানানো হয়েছে,তাদের বিক্রি কমে গিয়েছে প্রায় ৭ শতাংশ ।
২০২১ সালের ডিসেম্বরে বাইক বিক্রি হয়েছিল ৭৩,৭৩৯ ইউনিট । সেই তুলনায় ২০২২-এর ডিসেম্বরে বিক্রি অনেকটাই কমেছে । কোম্পানি মোট ৬৮,৪০০ ইউনিট বাইক বিক্রি করে গত বছরের ডিসেম্বরে । অন্যদিকে, ডোমেস্টিক সেলও কমেছে । ২০২১ সালের ডিসেম্বরে ৬৫,১৮৭ ইউনিটের ডমেস্টিক সেল ছিল । গত মাসে তা আরও ৪ শতাংশ কমে হয়েছে ৫৯,৮২১ ইউনিট । তবে, নতুন বছরে এই পরিস্থিতি থাকবে না বলে আশা করছে সংস্থা ।
আরও পড়ুন, Today's Gold And Silver Price: বুধবার একলাফে বাড়ল সোনার দাম, রুপোর দামে স্বস্তি
কোম্পানি খুব শীঘ্রই তিনটি নতুন মোটরসাইকেল বাজারে আনতে চলেছে । সেই তালিকায় রয়েছে, রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০, রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ ও রয়্যাল এনফিল্ড সুপার মেটেওর ৬৫০ ।