জিভামি ও আমান্তের (Zivame and Amante) পর এবার আরও একটি মেয়েদের অন্তর্বাসের ব্র্যান্ড ক্লোভিয়ার (Clovia) ৮৯ শতাংশ শেয়ার কিনে নিল রিলায়েন্স রিটেল (Reliance Retail)। জানা গিয়েছে, ক্লোভিয়ার সঙ্গে ৯৫০ কোটি টাকার চুক্তি হয়েছে রিলায়েন্সের। ১১ শতাংশ শেয়ার স্টার্ট আপ সংস্থা ক্লোভিয়ার জন্য ছেড়ে রেখেছে রিলায়েন্স রিটেল।
গত কয়েকবছর ধরে জিভামি ও আমান্তের মতো ব্র্যান্ড বাজারে ভালো ব্যবসা করছে। তাই রিলায়েন্স রিটেলের ইনারওয়ার বিভাগে (Inne Wear Category) তাদের নেওয়ার সিদ্ধান্ত নেয় রিলায়েন্স। এবার ক্লোভিয়ার মতো ব্র্যান্ডের শেয়ার কিনে আরও বাজার দর বাড়াল তারা।
আরও পড়ুন: পাইকারি বাজারে মহার্ঘ হল ডিজেল, এক লিটারে দাম বাড়ল ২৫ টাকা
ক্লোভিয়া কী
মেয়েদের জন্য অনেক বিভাগের পোশাক বাজারে আনে ক্লোভিয়া। এখানে পাওয়া যায় মেয়েদের অ্যাকটিভওয়ার, ইনারওয়ার, লাউঞ্জওয়ার ও পার্সোনাল কেয়ারের মতো প্রোডাক্ট। ২০১৩ সালে পঙ্কজ ভারমানি ও নেহা কান্ত নামে এক দম্পতি এই স্টার্ট আপের প্রতিষ্ঠাতা। সংস্থার দাবি প্রায় ৩৫০০-এর বেশি স্টাইলের পোশাক তারা বাজারে এনেছে। মডেল আউটসোর্স করেও অনেক প্রোডাক্ট তৈরি করে এই সংস্থা।
ভারতে মেয়েদের অন্তর্বাসের বাজার
কর্মরত মহিলাদের সংখ্যা গোটা দেশেই বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে পালটাচ্ছে ফ্যাশন। বদলাচ্ছে ট্রেন্ডসও। অন্তর্বাসের ফিটিংস নিয়েও অনেক সচেতন দেশের মহিলারা। অন্তর্বাস নিয়ে অনেক ধরনের তথ্য সামনে আসায়, ব্যবসার পরিপ্রেক্ষিতে এই বিভাগে অনেক নতুন দিক খুলে গিয়েছে। একটি কনসাল্টিং ফার্ম রেডশির জানিয়েছে, ভারতে ইনারওয়ার ব্র্যান্ড ২০২৫ সালের সালের মধ্যে প্রায় দ্বিগুণ হারে বাড়বে। মানুষ ব্র্যান্ড নিয়ে অনেক বেশি সচেতন হবে।