গম রফতানি নিষিদ্ধ (wheat exports banned) করার পর কেন্দ্রীয় সরকার এবার গমজাত খাদ্যদ্রব্য রফতানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল।
ইতিমধ্যে দেশে গমের দাম নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে গমজাত বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন, ময়দা, আটা ইত্যাদি রফতানি করার আগে কেন্দ্রের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে রফতানিকারীদের।
কেন্দ্রের তরফে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) জানিয়েছে, গমজাত খাদ্যদ্রব্য রফতানি নিষিদ্ধ করা হয়নি, কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। রফতানিকারীদের এক্ষেত্রে সরকারের কাছে আবেদন করতে হবে এবং তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই বিষয়ে গঠিত বিশেষ কমিটি।