খাদ্যপণ্যের দাম যে হারে বাড়ছে, মধ্যবিত্তের মাথায় হাত। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্যে নতুন করে ধাক্কা। সরকারি হিসেব বলছে, জুনে পাইকারি মূল্য সূচক বেড়ে দাঁড়িয়েছে ৩.৩৬ %। এই হার ১৬ মাসে সবচেয়ে বেশি। জুন মাসে খাদ্যপণ্যের পাইকারি দাম বেড়ে গিয়েছে প্রায় ১১% (১০.৮৭%)। শুধু পেঁয়াজের মূল্যবৃদ্ধিই প্রায় ১০০ %-এর কাছাকাছি ( ৯৩.৩৫%)। আলুর দাম বেড়েছে ৬৬.৩৭%, আনাজের দাম ৩৮.৭৬%।
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ধাক্কায় খুচরো মূল্যবৃদ্ধিও আবার ৫ শতাংশের উপরে উঠেছে গত জুন মাসে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার পেরিয়ে গিয়েছে ৯%।
খাদ্যদ্রব্য, খাদ্য উৎপাদন, অপরিশোধিত তেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধির কারণে এই মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ, যা আগের মে মাসে ছিল ৯ দশমিক ৮২ শতাংশ।
সবজির দাম আগুন বেড়েছে। জুন মাসে সবজির মূল্যস্ফীতির হার রেকর্ড করা হয়েছে ৩৮.৭৬ শতাংশ, যা মে মাসে ছিল ৩২.৪২ শতাংশ। প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলেও কেন সবজির দাম কমছে না সেই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।