ATM new rule: ফের এটিএমের নিয়ম বদলাল, জেনে নিন কত টাকা করে দিতে হবে সার্ভিস চার্জ

Updated : Aug 24, 2022 16:52
|
Editorji News Desk

এটিএম থেকে টাকা তুলতে গেলে ব্যাঙ্কগুলিকে টাকা দিতে হয়। নির্দিষ্ট সীমা অবধি টাকা তোলার ক্ষেত্রে কোনও চার্জ না লাগলেও, সেই সীমা পেরিয়ে গেলেই প্রত্যেকটি লেনদেনের জন্য সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক টাকা কেটে নেয় অ্যাকাউন্ট থেকে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এবার ইন্টারচেঞ্জ লেনদেনের ক্ষেত্রে নতুন চার্জ ধার্য করা হল।

আপনার কাছে কী ধরনের ডেবিট বা ক্রেডিট কার্ড রয়েছে, তার উপর নির্ভর করেই এটিএমে টাকা তোলার ক্ষেত্রে কতবার ফ্রি ট্রানজাকশন করতে পারবেন, তা ধার্য করা হয়। গত বছর জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, মাসিক ফ্রি ট্রানজাকশনের সীমা পার হয়ে গেলে, প্রতিবার টাকা তোলার ক্ষেত্রে গ্রাহককে ২১ টাকা করে চার্জ দিতে হবে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্যাঙ্কগুলিতে এই নিয়ম লাগু হয়েছে।

প্রতি মাসে সাধারণত এটিএম থেকে পাঁচটি ট্রানজাকশন বিনামূল্যে করতে দেওয়া হয়। এই লেনদেনের ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ লাগে না। যদি কোনও এক ব্যাঙ্কের গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে তিনবার ফ্রি ট্রানজাকশনের সুবিধা দেওয়া হয়। নন-মেট্রো সেন্টারের গ্রাহকরা অন্য ব্যাঙ্ক থেকে পাঁচবার বিনা সার্ভিস চার্জে টাকা তুলতে পারেন।

এবার তাতেও কিছুটা বদল এনে  ১ অগস্ট থেকে প্রতি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ১৭ টাকা এবং আর্থিক লেনদেন ছাড়া অন্য কোনও এটিএম পরিষেবা গ্রহণ করলেও ৬ টাকা করে দিতে হবে।

service chargeruleATMRBI

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে