বড়সড় বিপদে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তাদের অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে কোনও নতুন গ্রাহককে অনবোর্ড করা যাবে না। রিস্ক ম্যানেজমেন্ট এবং ব্যাঙ্কের নিরাপত্তা জনিত কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
ক্রেডিট কার্ড ইস্য়ু
এর পাশাপাশি নতুন কোনও গ্রাহককে ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও যাঁরা বর্তমানে ওই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করছেন তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
ব্যাঙ্কিং রেগুলেশন অ্য়াক্ট ১৯৪৯-এর ৩৫ A ধারার অধীনে ওই নির্দেশ জারি করা হয়েছে। মোট দুটি নিষেধাজ্ঞার বিষয়ে জানানো হয়েছে। RBI-এর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে ওই দুটি বিষয়ে নির্দিষ্ট সময়ে কোনও রিপোর্ট জমা করা হয়নি। আর সেকারণেই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।