৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ICC বিশ্বকাপ। আর সেকারণে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক কর্মী নিয়োগ করছে বিভিন্ন সংস্থা। মূলত ই কমার্স, কুইক কমার্স, ফুড ডেলিভারি এবং হসপিটালিটি ক্ষেত্রে কর্মী নিয়োগের সংখ্যা বেড়েছে।
কর্মী নিয়োগ সংস্থা টিমলিজ (TeamLease) জানিয়েছে, চলতি বিশ্বকাপের জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রায় ১ লাখ চাকরি তৈরি হয়েছে। তবে সবগুলিই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। মূলত প্রতিটি সংস্থাই মনে করছে চলতি বিশ্বকাপের জন্য তাদের ব্যবসা অনেকটাই বাড়বে।
এবিষয়ে কোয়েস স্টাফিংয়ের CEO একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, হসপিটালিটি, রেস্টুরেন্ট এবং ক্যাব শেয়ারিং প্ল্যটফর্মে কর্মীর চাহিদা সবথেকে বেশি থাকবে। এছাড়াও ফুড ডেলিভারি, কুইক কমার্স, অ্য়ালকোহল, সফট ড্রিঙ্কস, মিডিয়া এবং অনলাইন গেমিং সেক্টরেও অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ হবে।
Read More- ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষ, বাড়তে পারে সোনার দাম, ভারতে কী প্রভাব পড়বে ?
ইতিমধ্যে কুইক কমার্স প্ল্যাটফর্ম জেপটো এবং সেম ডে ডেলিভারি প্ল্যাটফর্ম জিপি তাদের কর্মী সংখ্যা বৃদ্ধি করেছে। তবে কর্মী নিয়োগের ক্ষেত্রে একাধিক সমস্যায় পড়তে হচ্ছে অনেক কম্পানিকে। কারণ যে যে শহরে খেলা হবে সেখানে অনেক সময় কর্মী পাচ্ছে না সংস্থাগুলি।