একদিকে দক্ষিণবঙ্গে অনাবৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গে অতিবৃষ্টি। আর সেই কারণে ফলনে ঘাটতি। তার জেরে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। বাজার করতে গিয়ে ফাঁকা ব্যাগ নিয়েই ফিরতে হচ্ছে খাদ্যরসিক বাঙালিকে। কারণ, নিত্য প্রয়োজনীয় সবজির যেভাবে দাম বেড়েছে তাতে ছেঁকা খেতে হচ্ছে আমজনতাকে।
শুধু কলকাতা নয়, রাজ্য়ের প্রায় সব জেলায় ছবিটা প্রায় একই। কাঁচা লঙ্কা যেখানে একমাস আগে দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা কিলো বুধবার তার দাম ১০০ থেকে ১২০ টাকা কিলো। টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৩০টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু ৪০ টাকা এবং জ্যোতি আলু ৩২ থেকে ৩৫টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। পটলের দাম রয়েছে ৫০ থেকে ৬০টাকা কিলো।
Read More- সাত দশক পর সংসদে আজ স্পিকার নির্বাচন, সুরেশের পাশেই অটুট জোট
শুধু সবজি নয়, মাছের দরও আকাশ ছোঁয়া। এদিন বড় কাতলার দাম ২৫০ থেকে ২৮০ টাকা কিলো। রুই বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কিলো দরে। শিঙি মাছের দাম রয়েছে ৭০০ থেকে ৮০০ টাকা কিলো। যদিও সেই তুলনায় চিকেনের দামে সেইভাবে বড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
অতিরিক্ত মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত বাঙালি। কারণ সবজি ও মাছের জন্য খরচ অনেকটাই বৃদ্ধির ফলে বাজার করতে খরচ হচ্ছে অতিরিক্ত টাকা। শুধু তাই নয়, অনেকেই খরচ বাঁচাতে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি ও মাছ কিনছেন।