Bankura News : মাঠেই পরে মাঠের আলু, দাম না পাওয়ার অভিযোগ বাঁকুড়ার চাষিদের

Updated : Mar 04, 2023 14:14
|
Editorji News Desk

শিল্প বিহীন কৃষি নির্ভর লাল মাটির জেলা বাঁকুড়া।  জেলার অন্যতম অর্থকরী ফসল আলু।  ঋণ-ধার করে আলু বসানোর কাজ করেছিলেন এই জেলার চাষিরা। কিন্তু বর্তমান সময়ে উৎপাদিত এই ফসলের দাম না মেলায় চরম সমস্যায় একটা বড় অংশের কৃষিজীবিরা।   রাজ্যে তৃতীয় আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিতি রয়েছে বাঁকুড়ার। চলতি বছরে জেলায় এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার একর জমিতে আলু চাষ হয়েছে বলে খবর।  আলু চাষে একজন চাষির একর প্রতি খরচ হয়েছে ৬২ হাজার টাকার বেশি। কিন্তু ওই জমিতে উৎপাদিত আলুর দাম মিলছে ৪৮ হাজার টাকা মাত্র। ফলে ১৪ হাজার টাকা একর প্রতি ক্ষতি হচ্ছে। বেশিরভাগ কৃষক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করেন, কেউ কেউ ব্যক্তিগত ঋণও নিয়ে থাকেন। 

 কিন্তু চলতি বছরে উৎপাদিত আলুর দাম না পাওয়ায় আঞ্চলিক অর্থনীতি ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন অনেকে। ফলে বেঁচে থাকাই দুস্কর। তাই তাদের সমস্যা সমাধানে সরকারী সহায়ক মূল্য নির্দ্ধারণ করে আগের মতো বেনফেড, কনফেড, ইসিএসের মাধ্যমে সরাসরি চাষির কাছ থেকে আলু কেনার দাবি জানাচ্ছেন তাঁরা। 

 কোতুলপুর এলাকার আলু চাষি রামকৃষ্ণ দে, শিশির নেমো, মীরা মণ্ডল মণ্ডল'রা বলেন, এবছর আলু চাষ করে মহা সমস্যায় পড়েছেন। ঋণ করে আলু চাষ করেছিলেন, ফসল যখন ঘরে উঠলো আলুর দাম নেই! যা অবস্থা ওই ঋণের টাকা শোধ করাই দুস্কর! এই অবস্থায় কী ভাবে তাঁরা খেয়ে পরে বেঁচে থাকবেন ভেবে উঠতে পারছেননা বলে জানান।

 প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি বিভাস দে বলেন, আঞ্চলিক ও গ্রামীণ  অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি ও কৃষক। তাঁরাও আলু চাষিদের দাবিকে সমর্থন জানাচ্ছেন। তাঁরা সংগঠনগত ভাবে আলু চাষিদের পাশে আছেন। আলুর সহায়কমূল্য নির্দ্ধারণ, ভিন রাজ্য ও ভিন রাষ্ট্রে আলু রফতানির ব্যবস্থা করা সহ বেশ কিছু দাবি তারা কৃষি মন্ত্রীর কাছে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন বলে তিনি জানান।

farmerBankuraWEST BANGALpotato

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে