নতুন বছরে বেড়েছে সুদের হার। অনেক সরকারি স্কিমে আগের থেকে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। ছেলে বা মেয়ের পড়ালেখা কিংবা বিয়ের কারণে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমগুলিতে রিটার্ন পাওয়া যাবে প্রায় দ্বিগুণ।
সুকন্যা সমৃদ্ধি যোজনা
এই প্রকল্পে সুদ পাওয়া যাচ্ছে ৭.৬ শতাংশ। ২১ বছর পর জমানো টাকা তোলা যাবে। মেয়ের ভবিষ্যতের জন্য এই স্কিমে কেবল ১৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। এতে মাসে ২০০০ টাকা বিনিয়োগ করলে আপনি ১০ লক্ষ ১৮ হাজার টাকার বেশি রিটার্ন পাবেন।
পোস্ট অফিস এফডি
ফিক্স ডিপোজিটে নিশ্চিত রিটার্ন দেওয়া হয়। পোস্ট অফিস এফডিতে ৬.৭% সুদ দেওয়া হচ্ছে। যদি আপনি ৫ লক্ষ টাকার একটি এফডি করেন তাহলে ১০ বছর পর আপনি রিটার্ন পাবেন ৯ লক্ষ ৭১ হাজার ৭১১ টাকা। আর ১৫ বছরের জন্য বিনিয়োগ করলে রিটার্ন পাবেন ১৩ লক্ষ ৫৪ হাজার ৬৩১ টাকা।
আরও পড়ুন- NSC থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, নতুন বছরে বাড়ছে সুদের হার, হতাশ PPF গ্রাহকরা
পাবলিক প্রফিডেন্ট ফান্ড
১৫ বছরের জন্য আপনি এতে বি নিয়োগ করলে ভাল পরিমান অর্থ রিটার্ন পাবেন। এই প্রকল্পে সুদের হার ৭.১ শতাংশ। বছরে সর্বোচ্চ বিনিয়োগ করা যায় দেড় লক্ষ টাকা পর্যন্ত। যদি প্রতিবছর অন্তত ৬০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ১৫ বছর পর প্রায় ১৬ লক্ষ টাকার বেশি রিটার্ন পাবেন।
স্মল সেভিংস
মিউচুয়াল ফান্ডের অধীনে ভাল রিটার্ন পেতে এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এসআইপির মাধ্যমে আপনি এটাতে বিনিয়োগ করতে পারবেন। মিউচুয়াল ফান্ডগুলি গড়ে ১২ শতাংশ রিটার্ন দেয়। কিন্তু স্মল সেভিংসে আপনি ১৫ থেকে ১৭ শতাংশ রিটার্নের সুবিধা পাবেন।