শেয়ার বাজারের জন্য দারুণ দিন। শুক্রবার শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে নতুন রেকর্ড স্পর্শ করল নিফটি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিসি, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার কেনায় জোয়ার আসায় বাজারের এই উত্থান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর, এর ফলেই ৪২৯ পয়েন্ট বৃদ্ধি করে ২২,১২৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে নিফটি। যা এক রেকর্ড।
অন্যদিকে, ১,৪৪৪ পয়েন্ট বাড়িয়ে ৭৩,০৮৯ পয়েন্টে পৌঁছে গেল বম্বে স্টক এক্সচেঞ্জ। যা, সর্বকালের সেরার রেকর্ড স্পর্শ করার থেকে মাত্র ৩৩৮ পয়েন্ট দূরে রয়েছে।
এছাড়া, শুক্রবার বিকেলে সেনসেক্স ফার্মগুলির মধ্যে পাওয়ার গ্রিড, এনটিপিসি, ইনফোসিসি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টেক মাহিন্দ্রা, উইপ্রো এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রচুর লাভের মুখ দেখেছে।