অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষের জীবন আরও সহজ করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ঘোষণার পর এই ভাষাতেই সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, অন্তর্বর্তী বাজেট ঘোষণার ফলে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে।
কী বললেন প্রধানমন্ত্রী?
বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করার পর প্রধানমন্ত্রী জানান, অর্থমন্ত্রীর এই বাজেট আগামী দিনে দেশের উন্নতিতে সহায়তা করবে। বাজেটে কৃষক, যুব সম্প্রদায়, মহিলা এবং গরিবদের উপরেও বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন।
Read More- মহিলাদের ক্ষমতায়নে জোর নির্মলার, 'লাখপতি দিদি'-র লক্ষ্যমাত্রা বাড়ল ৩ কোটি
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য়ে জানিয়েছেন, এক কোটি ঘরে বিনামূল্যে সৌরশক্তির ব্যবস্থা করা হবে। যা এই বাজেটে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।